দ্বিতীয় রাউন্ডেও জয় পায়নি আবাহনী-মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব আর রানার্সআপ আবাহনী লিমিটেড। দুই দলেরই নতুন মৌসুমের শুরুটা হয়েছে হতাশায়। প্রায় ২২ দিন বিরতি দিয়ে আজ রোববার (১৯ অক্টোবর) মাঠে গড়ায় বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। সেখানে ঐতিহ্যবাহী দুই দলই পয়েন্ট হারিয়েছে।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলের ড্র করেছে মোহামেডান। আর আবাহনী ২-১ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে। এর আগে প্রথম রাউন্ডেও জয় পায়নি চ্যাম্পিয়ন আর রানার্সআপরা। ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরেছিল মোহামেডান, রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছিল আবাহনী।
মোহামেডান আর পুলিশের ম্যাচ ছিল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে। সেখানে ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ১৯ মিনিটে রহিম উদ্দিনের গোলে লিগ পায় সাদাকালোরা। কিন্তু সেটি বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই সমতা ফেরায় পুলিশ। ম্যাচের ৪৯ মিনিটে পুলিশের হয়ে গোল করেন শেখ বাবলু।
ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও আর জাল খুঁজে পায়নি কোনো দলই। ফলে পয়েন্ট হারিয়ে ফেরেন আলফাজ আহমেদের দল।
প্রথম জয়ের খোঁজে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিল আবাহনী। সেখানে জয়ের পরিবর্তে বরং হার দেখেছে আকাশী-নীল জার্সিধারীরা।
খেলার শুরুতেই আবাহনীকে পেছনে ফেলে ব্রাদার্স। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে জাল খুঁজে নেন ব্রাদার্সের নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করে ব্রাদার্স। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন ব্রাদার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস গানেস সিলভা।
আবাহনী ম্যাচের স্বান্তনা সূচক গোলটি পায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। একমাত্র গোলটি করেন চলতি মৌসুমে মোহামেডান থেকে আবাহনীতে নাম লেখানো মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। ২-১ ব্যবধানের হার নিয়ে ঢাকায় ফেরে মারুফুল হকের দল।
দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেনসকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফেন্ডস সোসাইটি।
দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের সবার ওপরে রহমতগঞ্জ। দুই ম্যাচে এক জয় আর ড্রয়ে ৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে পুলিশ এফসি। অন্যদিকে, ১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সবার শেষে ১০ নম্বরে আছে মোহামেডান।