১০ জনের দলকেও হারাতে পারল না আবাহনী

পুরনো নাম বদলে নতুন ভাবে শুরু হলো দেশের ঘরোয়া ফুটবল লীগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরিবর্তে নতুন নাম বাংলাদেশ ফুটবল লিগ। আজ উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল ঢাকা আবাহনী। তবে নতুন শুরুতে নতুন কিছু করতে পারেনি আকাশী-নীলরা। বরং বিবর্ণ ফুটবলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ড্র করে নতুন মৌসুমের লিগ শুরু করল ঐতিহ্যবাহী ক্লাবটি।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার গোলশূন্য ড্র করেছে আবাহনী। দিনের আরেক ম্যাচে, মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ ১-১ গোলে ড্র করেছে।
শুরু থেকে সাদামাটা ফুটবল খেলেন সুলেমানে দিয়াবাতে-শেখ মোরসালিন-আল আমিনরা। ম্যাচের প্রথম দশ মিনিটেই বরং আবাহনীর বক্সে ভীতি ছড়ায় রহমতগঞ্জ। দুই দফা গোল বঞ্চিত হয় রহমতগঞ্জ। এই অর্ধে প্রতিপক্ষ গোলকিপারকে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি আবাহনীর আক্রমণভাগ।
এরই মধ্যে ম্যাচের ৩৮ মিনিটে আবাহনীর মিডফিল্ডার কাজেম শাহ কিরমানিকে মারাত্মক ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন রহমতগেঞ্জর আরাফাত হোসেন। রহমতগঞ্জ মিডফিল্ডারের বুট গিয়ে লাগে কাজেমের মুখে। চোখে আঘাত লাগায় মাঠ থেকে আম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
১০ জনের দলের বিপক্ষেও নিজেদের ছন্দ খুঁজে পেল না আবাহনী। উল্টো আকাশী-নীলদেরই চেপে ধরল রহমতগঞ্জ। তবে বারবার গোলরক্ষক মিতুল মারমার কাছে পরাস্ত হতে হয়েছে তাদের।
রহমতগঞ্জের আক্রমণের বিপরীতে ৫২তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন গত লিগে মোহামেডানের শিরোপা জয়ের নেতৃত্ব দেওয়া সুলেমান দিয়াবাতে। কিন্তু রহমতগঞ্জ গোলকিপার মামুন আলিফকে পরাস্ত করতে পারেনি তিনি। আবাহনীর জার্সিতে লিগের অভিষেক ম্যাচে নিষ্প্রভ হয়ে রইলেন তিনি। নিজের ছাপটা রাখতে পারলেন না।
৫৩তম মিনিটে আদামা জামেহ’র শট পাঞ্চ করে ফেরান মিতুল। ৬৮তম মিনিটে কনফার্মের থ্রু পাসে ভালো সুযোগ পেয়েছিলেন আদু, কিন্তু আবাহনীর এক ডিফেন্ডারের চার্জে বক্সে পড়ে যান তিনি।
শেষদিকে কিছুটা আক্রমণ করতে পেরেছিল আবাহনী। কিন্তু এতে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ৮০ মিনিটে মোরসালিনের জোরাল শট সরাসরি জমা হয় আলিফের গ্লাভসে। একটু পর আল আমিনের শট ফিস্ট করে কর্নার করে দেন রহমতগঞ্জের গোলকিপার।