নতুন বছরের শুরুটাও ভালো হলো না মোহামেডানের
মৌসুমের শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সাদা-কালো সমর্থকদের আশা ছিল নতুন বছরটা নতুনভাবে শুরু করার। তবে সেটি করতে পারেনি আলফাজ আহমেদের দল। ঘুরপাক খেলো পুরোনো সেই বিবর্ণতাতেই।
আজ শুক্রবার (২ জানুয়ারি) মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মোহামেডান। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল আলফাজ আহমেদের দল।
লিগে নয় ম্যাচ খেলে ২ জয়, ৪ ড্র আর ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে মোহামেডান। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে ব্রাদার্স ইউনিয়ন।
চ্যাম্পিয়নদের অন্যতম প্রাণভোমরা উজবেক ফুটবলার মোজাফফরভ এই ম্যাচে ছিলেন না। ফলে আক্রমণে তার অভাব ছিল স্পষ্ট। মোজাফফরভ শুধু আজকের ম্যাচই নয়, মৌসুমের বাকি ম্যাচগুলোতেও মোহামেডানের হয়ে খেলবেন না। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ইতোমধ্যে বাংলাদেশ ছেড়ে উজবেকিস্তান গেছেন।
তবুও ব্রাদার্সের বিপক্ষে এদিন আক্রমণাত্মক শুরু করেছিল মোহামেডান। ম্যাচের দশম মিনিটেই ভালো সুযোগ তৈরি করে তারা। কিন্তু স্যামুয়েল বোয়াটেংয়ের পাসে হাফিজুর রহমান পা ছোঁয়ানোর আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল গ্লাভসবন্দি করেন ব্রাদার্স গোলরক্ষক ইশাক আকন্দ।
পাঁচ মিনিট পরই অবশ্য কপাল পুড়তে গিয়েছিল সাদা-কালোদের। পাল্টা আক্রমণ থেকে ব্রাদার্সের নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা বল জড়িয়ে দিয়েছিলেন জালে। তবে মোহামেডান এ যাত্রায় বেঁচে যায় রেফারির অফসাইডের পতাকা উঠানোয়।
৭২তম মিনিটে জটলার ভেতর থেকে বোয়াটেংয়ের নিচু শট আটকান ইশাক। ৮৫তম মিনিটে এই অর্ধের সেরা সুযোগটি হারায় মোহামেডান। শফিউল হোসেইনের কোনাকুনি পাসে বোয়াটেং পা ছোঁয়াতে পারেননি।
শেষদিকে অফসাইডের কারণে হতাশ হতে হয়েছে মোহামেডানকেও। বোয়েটাং ব্রাদার্সের জালে বল জড়ালেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। ফলে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এর আগে বছরের শেষ খেলায়ও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল মোহামেডানকে।

স্পোর্টস ডেস্ক