জয়হীন সমাপ্তি মোহামেডান-কিংসের লড়াই
দেশের ফুটবলের দুই পরাশক্তির লড়াই মানেই বারুদের গন্ধ। কিন্তু মাঠের খেলায় সেই উত্তাপের দেখা মিলল সামান্যই। ফেডারেশন কাপের হাইভোল্টেজ ম্যাচে আক্রমণ আর পাল্টা আক্রমণের চেষ্টা থাকলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি কেউই। ফলে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ‘বি’ গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই ড্রয়ের ফলে কিছুটা স্বস্তিতেই মাঠ ছেড়েছে মোহামেডান। তিন ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে ‘রোড টু ফাইনাল’-এর পথে অনেকটাই এগিয়ে গেল সাদা-কালো শিবির। অন্যদিকে, কপালে চিন্তার ভাঁজ পড়েছে কিংসের। দুই ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে আপাতত চতুর্থ স্থানে রয়েছে তারা।
বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজের কারণে গত ১৬ ডিসেম্বরের নির্ধারিত ম্যাচটি পিছিয়েছিল এক সপ্তাহ। বাড়তি প্রস্তুতির সময় পেলেও মাঠে তার প্রতিফলন দেখাতে ব্যর্থ হয়েছে দুই দলই।
ম্যাচের শুরুতেই অবশ্য বড় ধাক্কা খেতে পারত মোহামেডান। তৃতীয় মিনিটে নিজেদের রক্ষণভাগের ভুলে বিপদে পড়ার উপক্রম হয়েছিল, তবে কিংসের রাকিব হোসেনের জোরালো শট কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক সুজন হোসেন।
এরপর ২১তম মিনিটে সোহেল রানার বাড়ানো বল ধরে বক্সে ঢুকেই ভীতি ছড়িয়েছিলেন রাকিব, কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান সুজন। পুরো ম্যাচজুড়ে বক্সে বারবার বলের জোগান দিলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের দেখা পায়নি কিংস।
ম্যাচের উত্তাপ কিছুটা ছড়ায় প্রথমার্ধের মাঝপথে। এলি কেকে বক্সের সামনে সানডেকে ফাউল করলে রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান, তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন এলি। ফয়সাল আহমেদ ফাহিমের সেই ফ্রি কিক অবশ্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
৩১তম মিনিটে তপু বর্মণের ভুল পাসে দারুণ সুযোগ পেয়েছিলেন নাবিব নেওয়াজ জীবন, কিন্তু তার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে আবারও হতাশায় ডোবে কিংস। প্রথমার্ধের যোগ করা সময়ে রাকিব একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
বিরতির পর খেলায় ধার বাড়ায় মোহামেডান। ৬১তম মিনিটে মোজাফ্ফরভের দুর্দান্ত বাঁকানো ফ্রি কিক লাফিয়ে উঠে রক্ষা করেন কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ম্যাচের ৭৮তম মিনিটে ফাহিমের কর্নার থেকে ইমানুয়েল টনির দুর্বল হেড সহজেই গ্লাভসবন্দি করেন সুজন। শেষদিকে সানডে আরও একটি সহজ সুযোগ নষ্ট করলে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ে গত ১২ ডিসেম্বর লিগ ম্যাচে কিংসের কাছে হারের প্রতিশোধ নেওয়া হলো না আলফাজ আহমেদের শিষ্যদের। তবে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়াতে টুর্নামেন্টে টিকে থাকার রসদ ঠিকই পেয়েছে মতিঝিল পাড়ার দলটি।

স্পোর্টস ডেস্ক