লিড নিয়েও জিততে পারল না বসুন্ধরা কিংস
এএফসি চ্যালেঞ্জ লিগে শুরুতেই পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। শুরুর সেই মলিনতা কাটিয়ে দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশের ক্লাবটি। রাফায়েল আগুস্তোর গোলে সমতা টানার পরে রাকিব হোসেনের গোলে লিডও নেয় কিংসরা। কিন্তু রক্ষণের ভুলে সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। ফলে হার দিয়েই চ্যালেঞ্জ লিগ শুরু করল বসুন্ধরা।
আজ শনিবার (২৫ অক্টোবর) কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ওমানের চ্যাম্পিয়ন আল-সাইবের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। ম্যাচে ৩-২ গোলে হেরেছে কিংস।
বসুন্ধরার আক্রমণ ব্যর্থ করে দিয়ে ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যায় আল-সাইব। আরশাদ আল আলাউইয়ের ক্রস বুক দিয়ে নামিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন নাসের আল রাওয়াহি। ২৫ মিনিটে বসুন্ধরা একবার গোল পরিশোধের সুযোগ তৈরি করেও সেটি কাজে লাগাতে পারেনি।
ম্যাচের ৪১ মিনিটে কিংসকে সমতায় ফেরান রাফায়েল। আল সাবের বক্স থেকে ক্লিয়ার করা বল বক্সের কিছুটা সামনে পায় সাদ। সেখান থেকে জোরালো শট নেন তিনি। বক্সে জটলার মধ্যে রাফায়েল আগুস্তো দারুণ দক্ষতায় প্রথম স্পর্শে বল ধরে নিখুঁত শটে জড়ান জালে। গ্যালারিতে বাংলাদেশি সমর্থকরা মেতে ওঠে উচ্ছ্বাসে।
বিরতি থেকে ফিরে ম্যাচে এগিয়েও যায় কিংস। ৫৩ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে নেন রাকিব। ডোরিয়েলটনের পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা এই ফরোয়ার্ড এক ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে জায়গা করে নেন। এরপর তার বাঁকানো শট ঝাঁপিয়ে পড়া গোলকিপারকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশের ক্লাবটি। ৬০ মিনিটেই ম্যাচে সমতা ফেরায় আল সাইব। ডান প্রান্ত থেকে সতীর্থের ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দেখেশুনে জোরাল শট নেন জাহির আল আঘবারি। বল চোখের পলকে ঠিকানা খুঁজে পায়।
৭৭তম মিনিটে আব্দুলাজিজ আল মাকবালি বক্সের বাইরে থেকে শ্রাবণকে পরাস্ত করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ওমানের চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে আগামী মঙ্গলবার লেবাননের দল আল-আনসারের মুখোমুখি হবে মারিও গোমেসের দল। এই গ্রুপের সবগুলো ম্যাচই হচ্ছে কুয়েতে।

স্পোর্টস ডেস্ক