তুরস্কের ২৯ ফুটবলারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ফুটবল ম্যাচে বাজির প্রভাব নিয়ে এক তদন্ত নাড়িয়ে দিয়েছে গোটা তুরস্কের ফুটবলকে। ফুটবলার থেকে শুরু করে ম্যাচ রেফারি সবাই জড়িত ছিল বাজিতে। ইতোমধ্যে বাজির সঙ্গে সম্পৃক্ত থাকায় নিষিদ্ধ করা হয়েছে ১৪৯ জন রেফারিকে। বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে হাজারের বেশি ফুটবলারকে।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) এলো আরও বড় খবর- বাজির সঙ্গে সম্পৃক্ত থাকায় ২৯ ফুটবলারসহ ৪৬ জনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে তুরস্কের আদালত। খবর এএফপির।
তুরস্কের পাবলিক প্রসিকিউটর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাজির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার সন্দেহে ৪৬জনকে গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে তুরস্কের শীর্ষ সুপার লিগ খেলা ফুটবলারসহ ২৯ জন ফুটবলার ও দুজন ক্লাব সভাপতি রয়েছেন।
গ্রেপ্তারের পরোয়ানা জারি হওয়া ফুটবলারদের মধ্যে একজন হলেন- তুরস্কের বর্তমান চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের হয়ে খেলা মেতেহান বালতাচি। তবে বাকি ২৬ জন ফুটবলারের নাম জানায়নি প্রসিকিউটর অফিস।
তুরস্কের পাবলিক প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানায় নাম থাকা ৪৬ জনের মধ্যে ৩৫ জনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। পাঁচজন বর্তমানে দেশের বাইরে আছেন বলে জানা গেছে।
তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) এক হাজারের বেশি তুর্কি খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে। যাদের মধ্যে ২৫ জন শীর্ষ সুপার লিগে খেলা ফুটবলার। আর বাকিদের বেশিরভাগই তৃতীয় ও চতুর্থ ডিভিশনে খেলা ফুটবলার।
নিষিদ্ধ এই ফুটবলারদের ৪৫ দিন থেকে ১২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এদের।
নিষিদ্ধ ফুটবলারদের মধ্যে মাত্র একজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। কোনিয়াসপোরের সেনেগালিজ উইঙ্গার আলাসানে ন্দাও, যাকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক