আইপিএল খেলতে মুস্তাফিজকে পুরো সময়ের এনওসি, তবে…
২০২৬ আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছিল। শেষ পর্যন্ত রেকর্ড দামে টাইগার পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা।
তবে এরপরই প্রশ্ন দেখা দেয়- আইপিএল খেলতে পূর্ণ সময়ের জন্য এনওসি বা ছাড়পত্র পাবেন কী মুস্তাজিফ? সেই প্রশ্নের উত্তর দিতে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বিসিবি।
সেখানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, পূর্ণ সময়ের জন্যই মুস্তাফিজকে এনওসি দেবে বিসিবি। অবশ্য পরের কথাতেই আবার একটি ‘তবে’ রেখে দিয়েছেন ফাহিম। আইপিএল চলাকালীন মুস্তাফিজকে দেশে আসতে হবে আট দিনের জন্য।
সূচী অনুযায়ী, আইপিএলের আগামী আসর মাঠে গড়াবে মার্চ-এপ্রিলে। একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা-বলের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ রয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে টি-টোয়েন্টি থেকে ছাড় দেওয়া হয়েছে মুস্তাফিজকে। তবে ওয়ানডে সিরিজ খেলতে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে হবে ফিজকে।
আজ মিরপুরে বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘মুস্তাফিজকে এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে যে সময়ে থাকবে, ওই সময় সে দেশে ফিরবে। ওই সিরিজের সময়কাল আট দিন।’
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের আসন্ন সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। তবে মার্চ-এপ্রিলে হতে পারে ওই সিরিজ। অন্যদিকে, ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হতে পারে আইপিএলের নতুন আসর। ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ মে।

স্পোর্টস ডেস্ক