সমালোচনার মুখে টিকিটের দাম কমাল ফিফা
ভিন্ন আঙ্গিকে, ভিন্ন আমেজে বসবে বিশ্ব ফুটবলের মহারণ ফুটবল বিশ্বকাপ। আগামী বছর প্রথমবার ৪৮ দল নিয়ে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ফুটবল বিশ্বকাপের আগামী আসর। তবে এরই মাঝে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা।
বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্যে নিয়ে কয়েকদিন ধরেই ক্ষোভ ঝাড়ছিল ফুটবল ভক্তরা। এমনকি ফিফাকে ‘প্রতারক’ বলেও অভিহিত করছিল তারা। সেই রাগকে প্রশমন করতেই এবার সিদ্ধান্ত বদলাল ফিফা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে ফাইনাল--প্রতিটি ম্যাচেই ফিফা কিছু টিকিট দিবে, যার মূল্য হবে ৬০ ডলার। সাশ্রয়ী মূল্যের এই টিকিটের প্যাকেজকে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নাম দিয়েছে ফিফা।
বিশ্বকাপের আগামী আসরে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের ম্যাচগুলোর মোট টিকিটের ৮ বরাদ্দ দিয়েছে ফিফা। মূলত সেই দেশগুলো যেনো তাদের সমর্থকদের কাছে সেই টিকিট বিক্রি করতে পারে।
এখানেই বাধে বিপত্তি। সংস্থাগুলো টিকিট ছাড়ার পর দেখা যায়, ফিফা ঘোষিত টিকিট মূল্যের চেয়েও তা কোনো কোনো অংশে বেশি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শকরা। শুরু হয় তুমুল সমালোচনা।
ক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতেই কিছু টিকিটের মূল্য কমানোর এই উদ্যোগ নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে যে টিকিট দেওয়া হবে, তার ১০ শতাংশ থাকবে এই কম দামের ক্যাটাগরিতে।

স্পোর্টস ডেস্ক