বিপিএল নিলাম
দেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে?
মাত্র তিনদিন বাকি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। আগামী ৩০ নভেম্বর আবারও বিপিএলে ফিরতে যাচ্ছে নিলাম পদ্ধতি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসবে এই নিলাম।
এর আগে নিলোমে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের নিলামে দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৫০ লাখ টাকা ভিত্তিমূল্য রাখা হয়েছে ‘এ’ক্যাটারির ক্রিকেটারদের।
‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৬ জন ক্রিকেটার। এর মধ্যে আবার ৩জনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। এই ক্যাটাগরির ৬ ক্রিকেটার হলেন- লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
এর মধ্যে সবার আগে তাসকিনকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। পরে মিরাজ গেছেন সিলেট টাইটান্সে এবং মুস্তাফিজকে দলে টেনেছে রংপুর রাইডার্স। বাকি ৩ ক্রিকেটারকে নিলামে তোলা হবে।
‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৭ ক্রিকেটারকে ইতোমধ্যে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকি ১৩ জনকে তোলা হবে নিলামে।
‘বি’ ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো ক্রিকেটাররা হলেন- সাইফ হাসান (ঢাকা ক্যাপিটালস), হাসান মাহমুদ (নোয়াখালী এক্সপ্রেস), সৌম্য সরকার (নোয়াখালী এক্সপ্রেস), নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স), শেখ মেহেদী (চট্টগ্রাম রয়্যালস) তানভীর ইসলাম (চট্টগ্রাম রয়্যালস), নাসুম আহমেদ (সিলেট টাইটান্স)।
নিলামে ওঠা ১৩ ক্রিকেটার হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক।
‘সি’ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য নাম আবু হায়দার রনি, নাহিদ রানা, আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, আকবর আলী, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, সাদমান ইসলাম ও রিপন মন্ডল।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন উঠতি তারকাদের মধ্যে জিসান আলম, হাবিবুর রহমান সোহান। তাদের সঙ্গী নাজমুল ইসলাম অপু, নাসির হোসেনরা। ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন শফিকুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, মারুফ মৃধা, ফজলে রাব্বি, ইরফান শুক্কুররা।
এছাড়া ‘এফ’ ক্যাটাগরিতে আছেন শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, মার্শাল আইয়ুবরা। সব মিলে ১৬৬ জন দেশি ক্রিকেটারকে নিলামে রাখা হয়েছে।

স্পোর্টস ডেস্ক