অধিনায়কের মতামত নিলে তো নির্বাচকদের দরকার হয় না : লিপু
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সেভাবে আলোচনা ছিল না। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সেই সিরিজকেই টক অব দ্যা টপিক বানিয়ে দিলেন অধিনায়ক লিটন দাস। বিস্ফোরক অভিযোগ করলেন দল নির্বাচন নিয়ে, প্রকাশ করলেন ক্ষুব্ধ প্রতিক্রিয়াও।
আজ বুধবার (২৬ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটনের কথায় অভিযোগের তীর ছিল নির্বাচক প্যানেলের দিকে। সেটির জবাবও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে, সব জায়গায় যদি অধিনায়কের মতামত নিয়েই দল হয় তাহলে তো সিলেকশন কমিটির আর দরকার হয় না।
শামীম পাটোয়ারীকে দলে চেয়েছিলেন লিটন এমন কথা জানিয়ে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে লিপু বলেন, ‘ঢাকা টেস্টের চতুর্থ দিনে আমরা বসেছিলাম কিছু সময়ের জন্য। তো আমাদেরকে লিটন বলেছিল যে সে শামীমকে দলে চায়। এটা সত্য যে শামীমকে লিটন দলে চেয়েছিল। অবশ্য কোচ দলের ব্যাটিং নিয়ে অসন্তোষ ছিল না।’
পরের কথায় জাতীয় দলের নির্বাচক লিপু বললেন, ‘আমরা প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছি। আমাদের দল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রিকেট বোর্ড (স্কোয়াড) এটা চূড়ান্ত অনুমোদন দেয়। সব জায়গায় যদি অধিনায়কের মতামত নিয়েই দল হয় তাহলে তো সিলেকশন কমিটির আর দরকার হয় না।’
সমস্যার শুরুটা মূলত টি-টোয়েন্টি দল থেকে শামীম পাটোয়ারীকে বাদ দেওয়া নিয়ে। অধিনায়ক তাকে দলে রাখতে চাইলেও নির্বাচকরা তাকে বাদ দিয়েই স্কোয়াড সাজান। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলেনে লিটনকে সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়।
সেই প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘(শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট এনি নোটিশ।’
পরক্ষণেই লিটন অভিযোগ করে বলেন, ‘আমাকে পুরোপুরি বলা হয়েছে, সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে আমাকে যে দলটা দেওয়া হবে, আমাকে সেই দলটা নিয়েই কাজ করতে হবে। এখানে আমার বলার কিছু থাকবে না যে, আমি কোন ক্রিকেটারকে চাই, কাকে চাই না।’

স্পোর্টস ডেস্ক