বিপিএলে দল পেয়েই চমক নোয়াখালীর
শুরুতে পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজনের কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ মুহূর্তে এসে সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে বোর্ড। বাড়ানো হয়েছে দলের সংখ্যা। বিপিএলে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি পেয়েছে নোয়াখালী। তাদের দলের নাম নোয়াখালী এক্সপ্রেস।
মালিকানা পেয়েই চমক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল বুধবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাদের মালিকানা দেওয়া হয়। আজই তিন তারকাকে দলে ভিড়িয়েছে তারা।
বিপিএলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে দুইজন দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো যাবে। সেখানে কোটায় নোয়াখালী দলে ভিড়িয়েছে জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার ও হাসান মাহমুদকে।
একই নিয়ম বিদেশি ক্রিকেটারদের বেলায়ও। নিলামের আগে সরাসরি চুক্তিতে দুজন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। সেখানে যেন আরও বড় চমকটা দিয়েছে নোয়াখালী।
বিপিএলের এবারের আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলার কথা ছিল শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিসের। কিন্তু এবার যেন লঙ্কান এই তারকাকে হাইজ্যাক করে নিল নোয়াখালী। দলটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কুশল মেন্ডিসকে দলে ভেড়ানোর কথা
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। নিয়ম অনুযায়ী, নিলামের আগে আরও একজন বিদেশি ক্রিকেটারকের সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি।
অন্যদিকে, ইতোমধ্যে নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে ছয় ক্যাটাগরিতে আছেন ১৬৬ জন ক্রিকেটার। পাঁচ ক্যাটাগরিতে আছেন ২৪৫ জন বিদেশি ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক