আবারও পেছাল বিপিএল
সময় যত গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় তত উন্মাদনা ছড়াচ্ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে যেন সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। দুই দফা নিলামের তারিখ পেছানোর পর এবার পেছালো বিপিএল শুরুর সময়ও।
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। শেষ মুহূর্তে বাড়ানো হয়েছে দল সংখ্যা। নতুন করে যোগ হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ফলে এখন ছয় দল নিয়ে হবে বিপিএলের ১২তম আসর।
বুধবার সংবাদ সম্মেলন ডেকে বিপিএল শুরুর তারিখ জানিয়েছিল বিসিবি। সেখানে বলা হয়েছিল আগামী ১৯ ডিসেম্বর পর্দা ওঠবে বিপিএলের। যেটা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। তবে নির্ধারিত সেই সময়ে শুরু হচ্ছে না বিপিএল। পিছিয়ে গেছে এক সপ্তাহ। ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের প্রথম ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।
বিপিএলের সূচিতেও এবার ভিন্নতা এনেছে বিসিবি। সাধারণত ঢাকা পর্ব দিয়ে শুরু হতো বিপিএল। তবে এবারের আসরে বিপিএল শুরু হবে সিলেট পর্ব দিয়ে। এরপর সেখান থেকে বিপিএল যাবে চট্টগ্রাম। পরে ফিরবে ঢাকায়।
বিসিবির পূর্বের তথ্য অনুযায়ী, বিপিএল শুরুর আগে ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ছিল। যেটি হওয়ার কথা ছিল ১৭ ডিসেম্বর। সেটিরও সময় পরিবর্তন হচ্ছে। এক সপ্তাহ পিছিয়ে সেই অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর।
এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
আগের মতোই রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
এছাড়াও বাকি চার দলের মালিকানা গেছে নতুনদের কাছে। চট্টগ্রাম রয়্যালসের ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহীর নাবিল গ্রুপ, সিলেটের ক্রিকেট উইথ সামি ও নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা গেছে দেশ ট্রাভেলসের কাছে।

স্পোর্টস ডেস্ক