দিনমজুর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/12/09/atok_0.jpg)
রাজধানীর কদমতলী এলাকার দিনমজুর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (৮ ডিসেম্বর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০।
আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১০ এর জনসংযোগ শাখা।
বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গত ৩০ আগস্ট দিনজমুর মাহাবুব যাত্রাবাড়ির বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। এরপর মাহাবুব তার এক বন্ধুর সঙ্গে কদমতলীর মুরাদপুর হাই স্কুলের সামনে একটি বাসায় যান। একই সময়ে ঘটনাস্থলে আগে থেকে ওৎ পেতে থাকা শাহাব উদ্দিনসহ অন্যরা শত্রুতার জেরে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু ও কিরিচ দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এরপর তারা মাহাবুবকে গুরুতর জখম অবস্থায় কদমতলীর পাটেরবাগ এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
র্যাব জানিয়েছে, পরে মাহাবুবের পরিবার খবর পেয়ে সেই স্থানে গিয়ে মাহাবুবের রক্তাক্ত গলাকাটা লাশ দেখতে পায়। এ ঘটনায় মৃত মাহাবুবের ভাই ফজর আলী বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় শাহাব উদ্দিনসহ ৯ জন এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।