কয়েক সেকেন্ডেই রায়
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/05/photo-1462429102.jpg)
বেলা সাড়ে ১১টা। আদালতকক্ষে প্রবেশ করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতি। নির্ধারিত আসন গ্রহণ করলেন। প্রধান বিচারপতির ডান পাশে বিচারপতি নাজমুন আরা সুলতানা আর বাঁ পাশে আরেক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
১১টা ৩১ মিনিটে দুই পাশে থাকা দুই বিচারপতির সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলেন প্রধান বিচারপতি। এর কিছুক্ষণের মধ্যেই তিনি বলেন, ‘রিভিউ ডিসমিসড (রিভিউ খারিজ)।’
প্রধান বিচারপতির ওই বক্তব্যের মধ্য দিয়েই মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের রায়ের বিরুদ্ধে করা নিজামীর পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যায়।
এ রায়ের ফলে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে বাকি রইল কিছু আনুষ্ঠানিকতা।
এ বিষয়ে নিজামীর আইনজীবী এস এম শাহজাহান এনটিভি অনলাইনকে বলেন, রিভিউর রায়ের কপি প্রকাশ না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। এ ছাড়া কপি পাওয়ার পর প্রাণভিক্ষা চাইবেন কি না, সে বিষয়ে নিজামী নিজেই সিদ্ধান্ত নেবেন। এটি একান্তই তাঁর নিজস্ব ব্যাপার।