লিটন-তানজিদকে হারিয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
লম্বা সময় ধরে হাসছে না লিটন দাসের ব্যাট। প্রথম ম্যাচেও বিদায় নিয়েছেন শূন্যতে। আজ বুধবার দ্বিতীয় ম্যাচে পজিশন বদলে নেমেছেন ওপেনিংয়ে। কিন্তু লাভ হয়নি। আকিল হোসেনের তৃতীয় ওভারে বল এগিয়ে গিয়ে খেলতে গিয়ে ব্যাটে পাননি লিটন। হন স্টাম্পিংয়ের শিকার! ১০ বলে ৩ রানে আউট হয়ে শুরুতেই বাংলাদেশকে হতাশ করেন অধিনায়ক।
লিটনের বিদায়ের পর উইকেটে এলেন আর গেলেন তানজিদ তামিম। দলীয় ১১ রানে তিনিও ফিরে যান সাজঘরে। জোড়া ধাক্কা সামলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ। তবে সৌম্য সরকারের বিদায়ে হতাশা আরো বাড়ে। উইকেটে থিতু হয়েও রান আউটের ফাঁদে পড়ে ১১ রানে বিদায় নেন সৌম্য। এদিকে প্রথম ১০ ওভারে বাংলাদেশ স্কোর তিন উইকেটে ৪৫ রান। উইকেটে মিরাজের সঙ্গী জাকের আলি।
মিরাজকে একাদশে এনে লড়াইয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফিফ হোসেনকে বাদ দিয়ে একাদশে ফেরানোর হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই লড়াইয়ে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেইস, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, আকিল হোসেন, ওবেড ম্যাককয়।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়ানডে সিরিজের হতাশা ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের শুরু দুর্দান্তভাবে। দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়েছে ১-০ ব্যবধানে। বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা। এমন সমীকরণ নিয়ে আজ বুধবার (১৮ ডিসেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ।
কিংসটাউনের আর্নোস ভেলে স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে লিটন কুমার দাসের দল। দুদলের লড়াই শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৬টায়।