ফিনিশার হতে কঠোর পরিশ্রম করেছেন শামীম
প্রথম ম্যাচে শামীম হোসেন পাটওয়ারীর ব্যাট থেকে এসেছিল ১৩ বলে ২৭ রান। ২০৭.৬৯ স্ট্রাইক রেটে একটি চারের সঙ্গে ছক্কা ছিল তিনটি। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৭ বলে ৩৫ রানে। ২০৫.৮৮ স্ট্রাইক রেটে সমান দুটি করে চার ও ছক্কা মারেন শামীম। টি-টোয়েন্টিতে ফিনিশিংয়ের ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ। শেষ দিকে রান তুলে দলকে এগিয়ে নেওয়ার কাজটি বেশ কঠিন। টানা দুই ম্যাচে সেটি করে দেখিয়েছেন শামীম।
শামীমের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ পায় লড়াইয়ের পুঁজি। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুলে নেয় ২৭ রানের জয়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন শামীম হোসেন।
প্রথম ম্যাচের পরই শামীম জানিয়েছিলেন, পরিস্থিতি বুঝে দলের জন্য যতটা অবদান রাখা যায়, রাখবেন তিনি। দ্বিতীয় ম্যাচেও ভালো করার প্রত্যয় ছিল তার কন্ঠে। সেটি তিনি করে দেখিয়েছেন। মিটিয়েছেন সময়ের দাবি। নিজের পারফরম্যান্সে বেশ তৃপ্ত শামীম।
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে শামীম বলেন, ‘লম্বা সময় পর আমি জাতীয় দলে ফিরেছি। আমি খুব খুশি। আমার কাজটা ফিনিশারের। বল আসবে, আমি হিট করব। গত কয়েক মাসে এটা নিয়ে আমি কঠোর পরিশ্রম করেছি। দলও জিতেছে। অবদান রাখতে পেরে সার্থক লাগছে।’