দুই-একটা সিরিজ এমন যেতে পারে : লিটন
আফগানিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে অদম্য ছিল বাংলাদেশ। ভিনদেশে টি-টোয়েন্টি সিরিজ জিতে এলেও ঘরের মাঠে খাবি খেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে লাল-সবুজের প্রতিনিধিরা ধরাশায়ী হয়েছে ৩-০ ব্যবধানে। হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক লিটন দাস।
দলের হারে হতাশ অধিনায়ক অবশ্য খুব একটা দোষ দেখেন না ক্রিকেটারদের। তার মতে, টানা খেলার মধ্যে থাকা দলের বিশ্রাম প্রয়োজন। আর এমন ভরাডুবি দুই-একটা সিরিজে হতেই পারে। তিনি চিন্তার কিছু দেখছেন না।
আরও পড়ুন : ম্যাচ হেরে যে যুক্তি দিলেন লিটন
লিটন বলেন, ‘চিন্তার কোনো বিষয় না। এখানে যারা ক্রিকেট খেলে, তারা নিজেদের প্রমাণ করেছে। অনেকদিন ধরেই খেলে আসতেছে। মাঝেমধ্যে দুই-একটা সিরিজ এমন যেতে পারে। যে প্লেয়ারগুলা এখানে খেলেছে, তারা দুই-আড়াই মাস ধরে টানা ক্রিকেট খেলছে। মাঝেমধ্যে বিরতির প্রয়োজন আছে। এখন একটা ব্রেক আছে। ব্রেকের পর তারা রিফ্রেশ হয়ে আসতে পারবে। আমার মনে হয় ভালো কিছুই হবে।’
সিরিজ শুরুর আগে লিটন জানিয়েছিলেন, তিনি চান খেলোয়াড়রা যাতে কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। চাপ থাকলে তা দলকে সাহায্য করবে। উইন্ডিজদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর একই কথার পুনরাবৃত্তি করলেন তিনি।
আরও পড়ুন : সামনে ভালো কিছুর প্রত্যাশা লিটনের
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সিরিজ শুরু হওয়ার আগেও বলেছিলাম, আমি চাই এখান থেকে একটা কঠিন সময় আসুক। আমার মনে হয় ওরা আমাদের সব জায়গা থেকে কঠিন সময় দিয়েছে। তারা অনেক ভালো বল করেছে, ওদের ব্যাটিংও ভালো ছিল।’

স্পোর্টস ডেস্ক