সামনে ভালো কিছুর প্রত্যাশা লিটনের
হার-জিত খেলারই অংশ। এটি মেনে নিয়ে এগোতে হবে। কেউ যখন ক্রমাগত হারতে থাকেন, তখন সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ দলের অবস্থাও অনেকটা এমন। এক সিরিজে ভালো করলে, পরেরটাতেই ভরাডুবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকরা হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে।
সামনে আয়ারল্যান্ড সিরিজ। ঘরের মাঠের আসন্ন সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক লিটন দাসের কন্ঠে। তার আগে ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন বলে মনে করেন তিনি। টানা খেলায় পারফরম্যান্সেও পড়েছে নেতিবাচক প্রভাব, সংবাদ সম্মেলনে এমনটাই জানান লিটন।
আরও পড়ুন : দুই-একটা সিরিজ এমন যেতে পারে : লিটন
বাংলাদেশ অধিনায়ক বলেন—‘যে প্লেয়ারগুলা এখানে খেলেছে, তারা দুই-আড়াই মাস ধরে টানা ক্রিকেট খেলছে। মাঝেমধ্যে বিরতির প্রয়োজন আছে। এখন একটা ব্রেক আছে। ব্রেকের পর তারা রিফ্রেশ হয়ে আসতে পারবে। আমার মনে হয় ভালো কিছুই হবে।’
উইন্ডিজ সিরিজে দলের হারে হতাশ অধিনায়ক অবশ্য খুব একটা দোষ দেখেন না ক্রিকেটারদের। তার মতে, এমন ভরাডুবি দুই-একটা সিরিজে হতেই পারে। তিনি চিন্তার কিছু দেখছেন না।
লিটন বলেন, ‘চিন্তার কোনো বিষয় না। এখানে যারা ক্রিকেট খেলে, তারা নিজেদের প্রমাণ করেছে। অনেকদিন ধরেই খেলে আসতেছে। মাঝেমধ্যে দুই-একটা সিরিজ এমন যেতে পারে।’
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। প্রথম টেস্ট মাঠে গড়াবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।
আরও পড়ুন : ম্যাচ হেরে যে যুক্তি দিলেন লিটন
টেস্ট সিরিজ শেষে দুদল পাড়ি দেবে চট্টগ্রামের উদ্দেশে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

স্পোর্টস ডেস্ক