দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ লিটন, চাপিয়ে দেওয়ার অভিযোগ
আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। তার অধীনে দলও বেশ ভালোই করছে। তবে মাঝপথে এসে লিটনের মসৃণ পথচলা কি কণ্টাকাকীর্ণ হয়ে গেল?
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আজ বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক লিটন। সেখানে দল নির্বাচন নিয়ে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া অন্তত সেই প্রশ্নই তুলছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। সম্প্রতি তার পারফরম্যান্সও ভালো ছিল না। তাই এটি নিয়ে সেরকম আলোচনাও ছিল না। তবে লিটনের বক্তব্য নতুন বিতর্ক উসকে দিল।
সংবাদ সম্মেলনে এক পর্যায়ে শামীমের বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হয় লিটনকে। তিনি বেশ ক্ষুব্ধ স্বরেই বললেন, ‘(শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট এনি নোটিশ। আমি এতদিন জানতাম যে একটা দল যখন মানুষ হ্যান্ডেল করে, অন্তত অধিনায়ক জানে যে কোন খেলোয়াড়টা ঢুকবে, কোন খেলোয়াড়টা আউট হবে।’
একটু পরে আরেক প্রশ্নের জবাবে লিটন বাইরে নিয়ে এলেন নতুন বিতর্ক। অনেক ক্রিকেট খেলুড়ে দেশেই অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে নির্বাচক প্যানেলে রাখা হয়। বাংলাদেশে সেই রীতি প্রচলিত না হলেও দল নির্বাচনের আগে কোচ-অধিনায়কের মতামত নেওয়ার রীতি বেশ পুরোনো। কিন্তু লিটন বললেন ভিন্ন কথা।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন বলেন, ‘আমাকে পুরোপুরি বলা হয়েছে, সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে দলটা দেওয়া হবে, আমাকে সেই দলটা নিয়েই কাজ করতে হবে। এখানে আমার বলার কিছু থাকবে না যে, আমি কোন ক্রিকেটারকে চাই, কাকে চাই না।’
পুরোনো সেই রীতি ভেঙে নতুন নিয়ম গড়ায় অধিনায়ককে অপমান করা হলো কি-না এমন প্রশ্নের জবাবে লিটন বললেন, ‘ইনসালটিং…জায়গা বলব না। তবে আমার মনে হয়, কোচ এবং অধিনায়কের জানা উচিত (দল নিয়ে)। সেই জায়গা থেকে… আমরা কিছুই জানি না। যদি বিশ্বকাপেও একই জিনিস ঘটে, আমাকে যে দলটা দেওয়া হবে, আমি সেই দল থেকেই চেষ্টা করব একাদশ খেলানোর।’
শামীমকে দলে না রাখতে পেরে তার কাছে দুঃখ প্রকাশ করে লিটন বলেন, “অধিনায়ক হিসেবে… আমিও, আমি সরি…। আর কিছুই বলতে পারব না তাকে। কারণ আমি কখনোই আশা করি না, ১৫ জন ক্রিকেটার প্রতিদিনই পারফর্ম করে দেবে। দুই-তিনটা সিরিজে যখন পারফর্ম করবে না, তার পাশে আমার থাকা উচিত। আমি সত্যিই সরি যে, আমি তাকে ‘ব্যাক’ করতে পারিনি।”

স্পোর্টস ডেস্ক