এমন জয়ই খুঁজছিলাম, পুরো দেশ খুশি : লিটন
দুর্দান্ত—এক শব্দে যদি টি-টোয়েন্টি সিরিজটিকে তুলে ধরতে হয়, এই একটি শব্দই যথেষ্ট বাংলাদেশের জন্য। ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতা, প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ভরাডুবির পর টি-টোয়েন্টিতে দল নিয়ে প্রত্যাশা করতে ভয়ই ছিল ভক্তদের। ভয়ের কারণও ছিল ঢের। একে তো এই ফরম্যাটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে ঘরের মাঠ।
সব বাধা ঠেলে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতে আজ বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ তো জিতে নিল সিরিজই। এক ম্যাচ এখনও হাতে। শেষটি জিতলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এমন সিরিজ জয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস যারপরনাই খুশি। তার কাছে মনে হয়েছে, শুধু দল নয়, গোটা দেশের সব ক্রিকেটপ্রেমীই এমন মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল। দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন লিটস। ম্যাচ শেষে তার কন্ঠে ঝরেছে উচ্ছ্বাস।
লিটন বলেন, ‘আমি ভীষণ খুশি। শুধু আমি নই, পুরো দেশের মানুষ আনন্দিত। আমরা এমন জয়ই খুঁজছিলাম। এই পিচে ব্যাট করা বেশ কঠিন, সেটি শুরু থেকে বোঝা গেছে। ব্যাটাররা ভালো করেছে। তবে, বোলারদের কৃতিত্ব দিতেই হবে। সবমিলিয়ে, এটি দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা খুব ভালো অবস্থানে আছি। এটি ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে।’