সিরিজ জয়ের দিনে সৌম্যকে নিয়ে দুঃসংবাদ
ছন্দেই ছিলেন সৌম্য সরকার। একটু একটু করে ফিরে পাচ্ছিলেন নিজেকে। এমন সময়ই কি না চলে যেতে হলো মাঠের বাইরে! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টে-টোয়েন্টিতে আজ বুধবার (১৮ ডিসেম্বর) ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান। ম্যাচের সপ্তম ওভারের সময় স্লিপে ক্যাচ নিতে গিয়ে ব্যথা পেয়ে তখনই মাঠ ছাড়েন সৌম্য।
ধারণা করা হচ্ছিল খারাপ কিছুই। হলোও সেটি। ডান হাতের তর্জনীতে লেগেছে পাঁচটি সেলাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সৌম্যকে।
বিসিবির চিকিৎসক বায়েজিদুল ইসলাম বলেন, ‘মাঠে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান সৌম্য। পাঁচটি সেলাই লেগেছে। পরীক্ষা-নিরীক্ষার পর ডান হাতের তর্জনীতে চিড় ধরা পড়েছে। তাকে অন্তত তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখে তাই নিশ্চিত হয়েছে সিরিজ। শেষ ম্যাচ আগামী ২০ ডিসেম্বর। সেদিন, সৌম্যকে পাবে না বাংলাদেশ।