মধুমতি মডেল টাউন উচ্ছেদ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
উচ্ছেদ আতঙ্কে দিন পার করছেন মধুমতি মডেল টাউনের বাসিন্দারা। সম্প্রতি সাভারের এই আবাসন কোম্পানিকে অবিলম্বে উচ্ছেদ করতে নির্দেশ দেন উচ্চ আদালত। তারপর থেকে প্লট মালিকেরা পড়েছেন চিন্তায়। উচ্ছেদ অভিযান পরিচালনা না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্লট মালিক সমিতির সদস্যরা।
আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মধুমতি মডেল টাউনের সামনে কর্মসূচি পালন করেন তারা। এর আগে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
জানা গেছে, ২০০০ সালে সেখানে কয়েকশ একর জমিতে মেট্রো মেকার নামে আবাসন কোম্পানি গড়ে তোলা হয়। পরে নাম দেওয়া হয় মধুমতি মডেল টাউন। জলাশয় ভরাট করে আবাসন কোম্পানি করায় একটি পরিবেশবাদী সংগঠন উচ্চ আদালতে রিট করলে মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করে আদালত। পরে মধুমতির নাম পরিবর্তন করে নান্দনিক হাউজিং সোসাইটি নামে চলতে থাকে কার্যক্রম।
আজ মানববন্ধন থেকে বক্তারা বলেন, সম্প্রতি হাইকোর্ট মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করলে আগামী দুই সপ্তাহের মধ্যে মধুমতি মডেল টাউন উচ্ছেদ করবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এতে বিপাকে পড়েছেন এর ভেতর প্লট কেনা জমির মালিকসহ বসবাসকারীরা। তাই তাদের উচ্ছেদ না করতে এমন কর্মসূচি পালন করছেন তারা।