চুয়াডাঙ্গায় ১৪ স্বর্ণের বারসহ আটক ৩
চুয়াডাঙ্গা শহরে ১৪টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে স্বর্ণের বারসহ এ তিনজনকে আটক করা হয়। বিজিবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ফোর্স নিয়ে রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রেন থেকে নামা সন্দেহভাজন স্বর্ণ চোরাকারবারীদের ঘোরাফেরা করতে দেখলে তাদেরকে গতিরোধ করা হয়। সে সময় পালানোর চেষ্টা করলে টহল দল তাদেরকে ধাওয়া করে এবং তিনজনকে আটক করতে সক্ষম হয়।
বিজিবির হাতে আটক ব্যক্তিরা হলেন, দর্শনা থানার শ্যামপুরের জাকিরুল ইসলাম (২৮), রাজিবুল ইসলাম (২৫) ও হোসেন (২২)।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক এক কেজি ৬৩০ গ্রাম (১৩৯.৭৫ ভরি) ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। এছাড়া তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে আসামিদের থানায় হস্তান্তর করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের ও জব্দ করা স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।