রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে : ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নগরবাসীর স্বাভাবিক চলাচলের কথা চিন্তা করে রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
মো. সাজ্জাত আলী বলেন, বিভিন্ন সংস্থাগুলো তাদের দাবি-দাওয়া নিয়ে সরাসরি রাস্তায় নেমে আসে। তারা মনে করে রাজপথ বন্ধ করলেই দ্রুত দাবি আদায় হবে। এতে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক হয়। ঘণ্টার পর ঘণ্টা নগরবাসীকে রাস্তায় বসে থাকতে হয়। একটি রাস্তা বন্ধ হলে পুরো ঢাকা অচল হয়ে পড়ে।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্র্যাবের সঙ্গে ডিএমপির সম্পর্ক অত্যন্ত নিবিড়। অতীতে ক্র্যাব যেভাবে ডিএমপিকে সহায়তা করেছে আগামীতেও এই সহায়তা অব্যাহত রাখবে বলে আশা করি। অনেক সময় কাজ করতে গিয়ে আমার সহকর্মীদের ভুল-ভ্রান্তি হয়ে যায়। ভুল ত্রুটি সংশোধন করে যাতে নগরবাসীকে তাদের প্রত্যাশিত সেবা দিতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা চাই।
ক্র্যাবের নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনাদের যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য ডিএমপি প্রস্তুত রয়েছে। কোনো তথ্যের প্রয়োজন হলে আমার কাছ থেকে বা আমার সহকর্মীদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে প্রকৃত ঘটনার রিপোর্ট প্রকাশ করবেন।
ছিনতাই প্রতিরোধে গৃহীত ব্যবস্থার কথা উল্লেখ করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশকেও ছিনতাই প্রতিরোধে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি। তারা ছিনতাই প্রতিরোধে কাজ করছে। ফলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।