বিশ্ব ইজতেমায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ উদ্বোধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/30/islamic-foundation.jpg)
ইসলামিক ফাউন্ডেশনের লোগো
বিশ্ব ইজতেমায় ইসলামিক মিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আ. ছালাম খান।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ব ইজতেমার মাঠে আয়োজিত ক্যাম্প উদ্বোধন করে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন মহাপরিচালক। এরপর মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশনের টঙ্গী যাকাত বোর্ড শিশু হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগের পরিচালক ড. শাহানা আফরোজ, জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।