নেতাদের খোঁজ নেই, ‘শেখ হাসিনাতেই আস্থা’র পোস্টার দেয়ালজুড়ে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/01/gopaalgnyj.jpg)
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের কোটালীপাড়ায় উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের খোঁজ মিলছে না। কিন্তু উপজেলা সদরের দেয়াল ছেয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টারে।
পোস্টারে লেখা রয়েছে ‘আগেই ভালো ছিলাম’, মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং এরপরে লেখা ‘শেখ হাসিনাতেই আস্থা’। শেষে লেখা রয়েছে ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স, গোপালগঞ্জ জেলা’। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই উৎসুক জনতার দৃষ্টি আকর্ষণ করেছে এ পোস্টার। তবে কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে, সেটি দল কিংবা প্রশাসনের কেউ নিশ্চিত করতে পারেননি।
শুক্রবার দিনগত রাতে ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা’নামে একটি সংগঠনের ব্যানারে এ পোস্টার সাঁটানো হয়েছে। এতদিন গোপালগঞ্জ তথা দেশের কোথাও এই নামের কোনো সংগঠনের নাম শোনা যায়নি। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগই এই নাম ব্যবহার করে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/01/gopaalgnyj-2.jpg)
পোস্টারটি স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ভ্যানচালক, পথচারীসহ বিভিন্ন পেশার মানুষ উৎসাহ নিয়ে পোস্টারটি দেখছেন।
গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন। নতুন এই সংগঠন সম্পর্কে জানতে উপজেলা কিংবা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।