বিএসএমএমইউ গেটে শেখ মুজিব বাদ দিয়ে নতুন নামের ব্যানার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/bsmmu.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গেট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সরানো হয়েছে। প্রতিষ্ঠানটির গেটে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ লিখে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে।
আজ শনিবার (৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্লকের সামনে নতুন নামের ব্যানার দেখা যায়। বিএসএমএমইউ নাম পরিবর্তন করে ছাত্র-জনতা নতুন নামের ব্যানার টানিয়ে দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, ‘অনেক নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে অচিরেই নতুন প্রজ্ঞাপন আসবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, ‘নতুন নামের ব্যানার আজ সকালে এসে দেখতে পেলাম। তারা যে নাম দিয়েছেন এটাসহ আরও কিছু নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় রয়েছে। নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান আছে। আগামী দুই-তিন কর্ম দিবসের মধ্যে এ নিয়ে দাপ্তরিক কোনো সিদ্ধান্ত আসবে।’