মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না : প্রধান উপদেষ্টা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/yunus-afp.jpg)
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।
তিন সদস্যের বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘অন্যায়, দমন-পীড়ন এবং যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, কেবল তাদের বিরুদ্ধেই ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।’
শফিকুল আলম বলেন, ‘আমরা এটি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। কোনো মানবাধিকার লঙ্ঘন চাই না এবং তা ঘটবে না।’
প্রেস সচিব জানান, বিএনপি নেতারা দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি আগের শাসনামলে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং চলমান অভিযানে মানবাধিকার লঙ্ঘন না হওয়ার নিশ্চয়তা দাবি করেন।
এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচন দুটি সম্ভাব্য সময়ের মধ্যে হবে—২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুন।
বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’
প্রেস সচিব আরও বলেন, ‘দেশের জনগণের নিরাপত্তা নিয়ে সরকার অত্যন্ত সচেতন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
শফিকুল আলম জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’
সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথিও উপস্থিত ছিলেন।