সাদেক খানের দ্বিতীয় জানাজা বাদ জোহর
প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও ভাষাসৈনিক সাদেক খানের দ্বিতীয় জানাজা বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
এর আগে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবীণ এই সাংবাদিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুমের ছোট ভাই এবং বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া সাংবাদিক, বুদ্ধিজীবী, মিডিয়া ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে সাদেক খানের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তিবর্গ।
বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে সাদেক খানকে।
গতকাল রাজধানীর বারিধারায় নিজ বাসায় ইন্তেকাল করেন প্রবীণ সাংবাদিক সাদেক খান। একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক হৃদরোগ, ডায়বেটিস ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।