জয়কে হত্যাচেষ্টার মামলায় মাহমুদুর রহমানের জামিন নাকচ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এর আগে মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন।
গত ৯ মে একই মামলায় মাহমুদুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন।
গত ২৫ এপ্রিল মাহমুদুর রহমানকে পাঁচদিনের রিমান্ডে পাঠায় ঢাকার সিএমএম আদালত। পরে দ্বিতীয় দফায় ৪ মে পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে যেকোনো সময় বিএনপির সংস্কৃতিবিষয়ক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও এর মিত্র বিভিন্ন দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে যোগসাজসে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।
এ ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।
মাহমুদুর রহমান বেশ কয়েকটি মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এ ছাড়া একই অভিযোগে সাংবাদিক শফিক রেহমানকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।