নেশার টাকা না পেয়ে ভাইকে কূপে ফেলে হত্যা
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে নিজের ১০ মাস বয়সী ভাইকে কূপে ফেলে হত্যা করেছে এক যুবক।
গতকাল মঙ্গলবার ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওই যুবকের নাম নিজাম উদ্দিন (২৫)। সে গাজীপুর সিটি করপোরেশনের হাতিমারা এলাকার বাবুল মিয়ার ছেলে।
নিজাম মাদকাসক্ত ছিল বলে তার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।
ওই যুবকের পরিবারের বরাত দিয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, হাতিমারা এলাকায় আইয়ুব আলীর বাড়ির পাশের এক ভাড়া বাড়িতে বাবুল মিয়া সপরিবারে বসবাস করেন। তাঁর বড় ছেলে নিজাম উদ্দিন স্থানীয় একটি কারখানায় কাজ করত। সম্প্রতি চাকরি ছেড়ে দেওয়ার পর সে মাদকাসক্ত হয়ে পড়ে। সোমবার সন্ধ্যার দিকে নেশা করার জন্য মায়ের কাছে টাকা দাবি করে নিজাম। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করেন। এর কিছু সময় পর নিজাম ক্ষুব্ধ হয়ে তার ১০ মাস বয়সী ছোট ভাই মো. আলিফ হোসেনকে বাড়ির পাশের একটি কূপে ফেলে দেয়। এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায় এবং কূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নিজামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই ঘটনায় শিশুটির বাবা বাবুল মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় ছেলে নিজামকে আসামি করে একটি মামলা করেন। পরে তাঁকে গতকাল আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, নিহত শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।