কাপাসিয়ায় নাট্যকর্মী হত্যার ঘটনায় মামলা
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছুরিকাঘাতে নাট্যকর্মী ফারুককে (৪৫) খুনের ঘটনায় মামলা হয়েছে।
গতকাল রোববার রাতে নিহতের স্ত্রী মোসা. বিলকিছ আক্তার বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন উপজেলার কুলগঙ্গা গ্রামের আবদুল বাতেন (৫০), তাঁর স্ত্রী সাজেদা (৩৭), ছেলে শাকিল (১৯) ও তাঁর বন্ধু পোনাসারী গ্রামের রাকিবসহ (২৫) অজ্ঞাত তিন-চারজন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, কাপাসিয়া সিংহশ্রীর কুলগঙ্গা গ্রামের আ. বারেকের ছেলে ফারুক হোসেন ও প্রতিবেশী আ. বাতেনের ছেলে শাকিল ব্র্যাক পরিচালিত স্বাস্থ্য পুষ্টির জনসচেতনতামূলক নাটক প্রকল্পের ‘বাল্যবিবাহ ও মাদকবিরোধী’ একটি নাটকে অভিনয় করেন। অভিনয়ের টাকার ভাগবাটোয়ারা ও নাটকের চরিত্র নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য ও একাধিকবার কথাকাটাকাটি হয়। যার পরিপ্রেক্ষিতে শাকিলকে নাটক থেকে বাদ দেয় ফারুকসহ অন্য কর্মীরা। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের বাবা আবদুল বারেক জানান, গত ২২ মে নাটক পরিবেশন শেষে রাতে ফারুক বাড়ির পাশে সিংহশ্রী বটতল চৌরাস্তা মোড় বাজারে মোহসিনের দোকানে বসে নাট্যকর্মী কাদির ও মতিনকে নিয়ে চা পান করছিলেন। এ সময় তাঁকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়।