খাগড়াছড়িতে প্রবাসী হত্যায় প্রধান আসামির ‘স্বীকারোক্তি’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/22/photo-1466608404.jpg)
খাগড়াছড়ি জেলার রামগড়ের সৌদি আরব প্রবাসী মোমিনুল হককে গলা কেটে হত্যায় জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি আবুল আসাদ মিঠু (২০)।
আজ বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আখতারের আদালতে মিঠু ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ স্বীকারোক্তি দেন। গুইমারা থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে পাঁছগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর জমানো টাকা দিয়ে মোমিনুল হককে হত্যা করেন স্ত্রী রাবেয়া বেগম। গত ৩ মে পুলিশ স্ত্রী রাবেয়া বেগমসহ চারজনকে গ্রেপ্তার করে।
সেসময় জিজ্ঞাসাবাদে রাবেয়া বেগম পুলিশকে বলেছিলেন, ‘সৌদি আরব থেকে আসার পর থেকে উনি (মোমিনুল) আমাকে সন্দেহ করতেন। নানারকম কুৎসা রটাতেন। সর্বশেষ আমার সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে নিয়ে কুৎসা রটান, যা আমার সহ্য হয়নি। তাই উনার জমানো টাকা দিয়ে শায়েস্তা করার কথা আত্মীয় ফিরোজকে বলি।’ তবে তিনি স্বামীর হাত-পা ভেঙে দেওয়ার কথা বলেছিলেন বলে জানান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম তাঁর আত্মীয় ফিরোজের সহযোগিতায় প্রধান আসামি মিঠুকে ভাড়া করেছিলেন। মিঠু সরাসরি হত্যায় অংশ নেন।