বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড
কালিয়াকৈর উপজেলায় বড় ভাই জহিরুল ইসলামকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন গাজীপুরের একটি আদালত।
আজ সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মো. রায়হান উদ্দিন উপজেলার ঠেঙ্গারবান্দ মুসুল্লিপাড়ার মাওলানা মো. ইউসুফ আলীর ছেলে। আদালত একইসঙ্গে তাঁকে আরো ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম রায়ের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ পরিদর্শক জানান, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুর ২টায় পারিবারিক কলহের জের ধরে জহিরুল ইসলামকে তাঁর ছোট ভাই রায়হান উদ্দিন দা দিয়ে কুপিয়ে আহত করে এবং পরে বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকে ফেলে ঢাকনা লাগিয়ে পালিয়ে যায়।
পরে জহিরুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার রক্ত দেখে সেফটি ট্যাংক থেকে তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই দিনই রাতে নিহতের স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে রায়হানকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি আসামি রায়হান উদ্দিনের বিরুদ্ধে ৩০২/২০১ ধারায় অভিযোগ গঠন করা হয়। ১০ জনের সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায়হান উদ্দিনকে মৃত্যুদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন হারিছউদ্দিন আহমদ ও আসামিপক্ষে ছিলেন মো. সুলতান উদ্দিন।