বান্দরবানে আ. লীগ নেতা অপহরণ, জেএসএস নেতা গ্রেপ্তার
বান্দরবানে আওয়ামী লীগ নেতা অপহরণের মামলায় জনসংহতি সমিতির (জেএসএস) নেতা সানু মং মারমাকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা সদরের ক্যাচিংঘাটাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গত ১৩ জুন রাতে জেলার জামছড়িপাড়া থেকে বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মংপ্রু মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় জেএসএসের অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহরণের পর অপহৃতের মেয়ের জামাই হ্লামংচিং মারমা বাদী হয়ে জেএসএসের শীর্ষ নেতাদের নামসহ ৩৮ জনের বিরুদ্ধে সদর থানায় অপহরণ মামলা করেন। কিন্তু অপহরণের ৩৬ দিনেও অপহৃত আওয়ামী লীগ নেতা মংপ্রু মারমার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় সোমবার জেলা সদরের ক্যাচিংঘাটাপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ এজাহারভুক্ত আসামি জেএসএস নেতা সানু মং মারমাকে গ্রেপ্তার করেছে। তিনি ক্যাচিং কার্বারীপাড়ার বাসিন্দা। তবে জেএসএসের দায়িত্বশীল কোনো পদে তাঁর নাম নেই বলে জানা গেছে। গ্রেপ্তারের পর থানা হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক উল্লাহ জানান, অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অপহরণের মামলায় এজাহারভুক্ত ৩২ নম্বর আসামি সানু মং। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত অপহৃত আওয়ামী লীগ নেতার কোনো খোঁজ পাওয়া যায়নি।