বিএনপি-জামায়াতও থাকবে সন্ত্রাস প্রতিরোধ কমিটিতে
প্রশাসনের নেতৃত্বে সন্ত্রাস প্রতিরোধ কমিটিতে বিএনপি-জামায়াতসহ সব দলের জনপ্রতিনিধিরা থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে চার দিনব্যাপী এ সম্মেলন গত মঙ্গলবার শুরু হয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, সন্ত্রাস প্রতিরোধে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি রয়েছে। এই কমিটিগুলো আরো কার্যকর ও জোরদার করতে হবে। কমিটির মধ্যে সব রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তি ও বৈঠকে অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
মাঠ প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকরা জনপ্রশাসনমন্ত্রীর কাছে মতামত ও সুপারিশ তুলে ধরেন। মাঠ প্রশাসন বিষয়ে জনপ্রশাসনমন্ত্রী কিছু নির্দেশনা দেন।
মতবিনিময় শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, ‘সন্ত্রাসবিরোধী কমিটিতে সব দলের জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকদের বলেছি।’
জনপ্রতিনিধিদের মধ্যে বিএনপি-জামায়াতের জনপ্রতিনিধিরা এই কমিটিতে থাকবেন কি না জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘অবশ্যই। সিটি করপোরেশন থেকে শুরু করে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি রয়েছেন। তাঁরা জনগণের ভোটে নির্বাচিত। তাঁরা সন্ত্রাসবিরোধী কমিটিতে অংশ নেবেন।’
মন্ত্রী আরো বলেন, ‘এ কমিটির বাইরে আওয়ামী লীগদলীয়ভাবে আলাদা একটি কমিটি করবে। এই কমিটি চলবে দলীয় সিদ্ধান্তে এবং এই কমিটিতে কারা থাকবেন তা দলীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’