দৌলতদিয়ায় পদ্মার পানি বিপৎসীমার ওপরে
রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি এক সেন্টিমিটার কমে এখন বিপৎসীমার ১০০ সেন্টিমিটার (১ মিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নদীভাঙন অব্যাহত রয়েছে। গতকাল রোববার রাত থেকে ২ নম্বর ফেরিঘাটটি সচল করা হলেও ৪ নম্বর ফেরিঘাটটির অ্যাপ্রোচ সড়কে ভাঙন এবং তীব্র স্রোতের কারণে পন্টুন নষ্ট হয়ে যাওয়ায় চার দিন ধরে এ ঘাটে সব ধরনের যানবাহন পারাপার বন্ধ রয়েছে।
পানি বৃদ্ধির ফলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দৌলতদিয়া ইউনিয়নের। এ ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডল জানান, তাঁর ইউনিয়নের পাঁচ হাজার পরিবার পানিবন্দি এবং দুই পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার একটি তালিকা করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, তিন দিন বন্ধ থাকার পর ২ নম্বর ফেরিঘাটের মেরামতকাজ শেষ করে গতকাল রাত থেকে যানবাহন পারাপার শুরু হয়েছে। তবে ৪ নম্বর ঘাটটির কাজ শেষ করতে আরো তিন-চার দিন সময় লাগতে পারে।
দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১২টি চলাচল করছে। বাকি পাঁচটি ফেরির ইঞ্জিন দুর্বল থাকায় নদীতে প্রচণ্ড স্রোতের কারণে সেগুলো চলতে পারছে না। ফলে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী পরিবহনসহ পাঁচ শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।