মালয়েশিয়া ইউনিটেনের ১৯তম সমাবর্তন অনুষ্ঠিত
মালয়েশিয়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মালয়েশিয়া ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিটেন) ১৯তম সমাবর্তন শেষ হয়েছে।
গত ২০ আগস্ট থেকে শুরু হয়ে ২২ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এই সমাবর্তন অনুষ্ঠান হয়।
সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল নাসরুদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইব্রাহিম হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ জামরি ইউসুফ প্রমুখ।
মালয়েশিয়ার খ্যাতনামা এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করা বিশ্বের এক হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে চার বাংলাদেশিও আছেন। তাঁরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুরের আবদুল মালেক ও রাজিয়া বেগমের কৃতী সন্তান মোহাম্মাদ আলী কাকন (কম্পিউটার সায়েন্স), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও চায়না বেগমের কৃতী সন্তান জহিরুল ইসলাম চঞ্চল, গাজীপুর জেলার কোনাবাড়ী উপজেলার মোহাম্মদ মেজবাউদ্দিন ও মোসাম্মৎ হাসিনা বেগমের কৃতী সন্তান মাহফুজা কানন মরিয়াম, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সালাউদ্দিন মাহমুদ ও ফারাহ রুপার কৃতী সন্তান সিফাত আরা সেঁজুতি। তাঁদের মধ্যে তিনজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন এবং ইয়াইয়াসান খাজানাহ ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়েছেন।
ইউনিটেনের উপাচার্য দাতু অধ্যাপক ড. কামাল নাসরুদ্দিন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘আমি সব গ্র্যাজুয়েটকে স্বাগতম জানাতে চাই, যারা তাদের মেধা ও কষ্টের বিনিময়ে এই ডিগ্রি লাভ করেছে। আমি তাদের ভবিষ্যতের সফলতা কামনা করছি।’
উপাচার্য সব গ্র্যাজুয়েটকে আধুনিক ও বিশ্বনাগরিক হওয়ার আহ্বান জানান। ইউনিটেনকে তিনি একটি আন্তর্জাতিক মডেল ইউনিভার্সিটিতে পরিণত করতে চান বলেও জানান।
ইউনিটেন ১৯তম সমাবর্তনী অনুষ্ঠানে ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স থেকে সেরা ছাত্র হওয়ার গৌরব অর্জনকারী মোহাম্মদ আলী কাকন এনটিভি অনলাইনকে জানান, তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চান। তিনি সবার দোয়া প্রার্থী।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করা শিক্ষার্থী মাহফুজা কানন মরিয়াম এনটিভি অনলাইনকে জানান, দেখতে দেখতে মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়ে চার বছর কাটিয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে।
‘বিশ্বের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সার্টিফিকেট হাতে পেয়েছি। সত্যি খুব ভালো লাগছে’, বলেন মাহফুজা।