মীর কাসেম আলীর ফাঁসি যেকোনো সময় : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড যেকোনো সময় কার্যকর হবে। তিনি আরো জানিয়েছেন, জঙ্গি-সন্ত্রাসে কারা জড়িত ও তাদের উদ্দেশ্য কী তা শনাক্ত করেছে সরকার।
আজ শনিবার রাজধানীর তেজগাঁও কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের তলিয়ে দেখতে হবে কেন এ সন্ত্রাস। কারা এর পেছনে আছে, তাদের অবস্থান ও পরিচিতি আমরা পেয়ে গেছি। আমাদের নিরাপত্তা বাহিনী তাদের ধরার ব্যবস্থা করছে। গতকালও একটা সফল অভিযান হয়েছে। পুলিশের ওপর চাপাতি দিয়ে হামলা ও গুলি বর্ষণ করে। তাতে পুলিশ তাকে গুলি করতে বাধ্য হয়েছে।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বিদেশি হত্যা, সাম্প্রদায়িক হত্যা ও গুলশান ট্র্যাজেডি যারা ঘটিয়েছে, তাদের একটাই উদ্দেশ্য, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা।’ তিনি আরো বলেন, ‘দোষীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। শুক্রবারের অভিযান তারই অংশ।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিত সচেতনতা গড়ে তুলতে হবে। যারা বিপথে গেছে, ইসলামের প্রকৃত আদর্শ প্রচার করে বুঝিয়ে তাদের এ পথ থেকে সরিয়ে আনতে হবে।’
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে আজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। বিকেল সাড়ে ৩টার দিকে ছয়টি গাড়িতে করে আনুমানিক ৪৫ জন সদস্য কারাগারের ভেতরে প্রবেশ করেন। তবে কারা কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, দেখা করার অনুমতি পেয়েছেন পরিবারের ২৩ সদস্য।
প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই রায় কার্যকর করবে কারা প্রশাসন।