গ্র্যান্ড স্লামে জয়ের রেকর্ড সেরেনার
অন্য আর পাঁচটা ম্যাচের মতোই ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সুইডেনের জোহানা লারসনের মুখোমুখি হয়েছিলেন সেরেনা উইলিয়ামস। শুরুর আগেও কোনো বিশেষত্ব ছিল না ম্যাচটির। তবে শেষ পর্যন্ত ৬-২, ৬-১ গেমের সহজ জয় দিয়ে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন সেরেনা। মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ের রেকর্ডের পাশে এখন থেকে লেখা হবে যুক্তরাষ্ট্রের এই তারকার নাম।
সেরেনার আগে গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি, ৩০৬টি ম্যাচ জিতেছিলেন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা। আর ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে লারসনের বিপক্ষে সেরেনা জিতেছেন নিজের ৩০৭তম গ্র্যান্ড স্লাম ম্যাচ। ছুঁয়ে ফেলেছেন রজার ফেদেরারকেও। পুরুষদের এককে ফেদেরারও জিতেছেন ৩০৭টি গ্র্যান্ড স্লাম ম্যাচ।
১৯৯৯ সালে ইউএস ওপেন দিয়েই গ্র্যান্ড স্লামের জয়যাত্রা শুরু করেছিলেন সেরেনা। ১৮ বছর বয়সে জিতেছিলেন প্রথম শিরোপা। সেই ইউএস ওপেনেই নতুন এ রেকর্ড গড়তে পেরে উচ্ছ্বসিত এ সময়ের সেরা তারকা, ‘এটা দারুণ ব্যাপার। এই রেকর্ড গড়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারত। এখান থেকেই সবকিছু শুরু হয়েছিল।’
১৯৯৯ সালে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পর সেরেনা এখন পর্যন্ত জিতেছেন ২২টি শিরোপা। এবারের ইউএস ওপেনেও চূড়ান্ত সাফল্য পেলে তিনি ছাড়িয়ে যেতে পারবেন স্টেফি গ্রাফকে। টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি, ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটি এখন ভাগাভাগি করে নিচ্ছেন সেরেনা ও গ্রাফ। ইউএস ওপেনের শিরোপা জিততে পারলেই রেকর্ডটি নিজের করে নিতে পারবেন সেরেনা।
এবারের ইউএস ওপেনের শিরোপা জিততে পারলে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি, সাতটি শিরোপা জয়ের রেকর্ডও গড়তে পারবেন সেরেনা। এখন তিনি রেকর্ডটি ভাগাভাগি করে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্রিস ইভার্টের সঙ্গে। ১৯৭৫ থেকে ১৯৮২ সালের মধ্যে ইভার্ট জিতেছিলেন ছয়টি ইউএস ওপেন শিরোপা।