বাবা হলেন আশরাফুল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/05/photo-1473062292.jpg)
বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী অনিকা তাসলিমা অর্চি।
ভক্তদের খবরটা জানাতে খুব বেশি দেরিও করেননি আশরাফুল। সদ্যজাত সন্তানের ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ…। কিছু সময় আগে রাত ১২টা ১১-তে আল্লাহ আমার মেয়েকে পৃথিবীতে পাঠিয়েছেন। বউ-বাচ্চা দুজনেই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’ ফেসবুকে মেয়ের নামও জানিয়ে দিয়েছেন আশরাফুল—আরিবা তাসনিম আশরাফুল।
২০১৩ সালে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন আশরাফুল। পাঁচ বছরের সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে বাকি আরো দুই বছর। তবে গত আগস্টে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার অনুমতি পেয়ে গেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে ভালো নৈপুণ্য দেখিয়ে আগামীতে আবার আন্তর্জাতিক ক্রিকেটেও অংশ নিতে চান আশরাফুল।
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ৬১টি টেস্ট খেলে আশরাফুল করেছেন ২,৭৩৭ রান। ১৭৭টি ওয়ানডে খেলে আশরাফুলের সংগ্রহ ৩,৪৬৮ রান।