সুন্দরবনের ক্ষতি নিশ্চিত বলেই আন্দোলন : সুলতানা কামাল
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল জানিয়েছেন, বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের ক্ষতি হবে, বিষয়টি নিশ্চিত হয়েই এর বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিলিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সুলতানা কামাল।
সুলতানা কামাল বলেন, ‘যদি রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র হয়, সুন্দরবন একদিনে উধাও হয়ে যাবে না ঠিকই। কিন্তু কখনো না কখনো ইতিহাসের কাছে আমরা দায়ী থাকব যে সুন্দরবন ধ্বংসের যে উদ্যোগ ছিল তার বিরুদ্ধে আমরা কিছু করতে পারিনি। এখানে বড় অঙ্কের অর্থের লেনদেনের ব্যাপার হয়তো রয়েছে। সেখান থেকে মুনাফা পাওয়ার যে একটি বিষয় রয়েছে তা যে আমরা বুঝতে পারছি না, তা না।’
তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বুড়িগঙ্গাটা সচিবালয় থেকে দেখা যায়। সে বুড়িগঙ্গা তারা ঠিক করতে পারছে না। তাহলে বুড়িগঙ্গা, আশপাশের নদী, ঢাকা শহরের বায়ু সব কিছুর মধ্যে সে সরকার আছে, সেটা ঠিক করতে পারছে না তারা যখন বলে যে আমাদের ওপর বিশ্বাস রাখেন বা ভরসা করেন, যুক্তি দিয়ে তো আমরা এ ভরসা-বিশ্বাসের কোনো জায়গা খুঁজে পাই না।’
ভারতেরও অনেক পরিবেশ বিশেষজ্ঞ রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করছেন জানিয়ে, অবিলম্বে এই প্রকল্প বাতিলে আবারো দাবি করা হয় সংবাদ সম্মেলনে।