ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ২০ কিলোমিটার যানজট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুবাহী ট্রাক, ঈদে ঘরে ফেরা মানুষের চাপ সব মিলিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যানজট সৃষ্টি হয়েছে।
দাউদকান্দির টোলপ্লাজা এলাকা থেকে গৌরীপুরের শহীদনগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
কুমিল্লা পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল বুধবার মধ্যরাতে মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় গরুবাহী একটি ট্রাক বিকল হলে আজ বৃহস্পতিবার ভোরে ভবেরচর থেকে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা ও গৌরীপুরের শহীদনগর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে কুমিল্লা অংশে যানজট কমে আসে। তবে অতিরিক্ত গাড়ির চাপের কারণে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। কোথাও থেমে থেমে যানজটেরও সৃষ্টি হচ্ছে।
পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর মোহন জানান, মহাসড়কে পুলিশের তৎপরতায় বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হতে পারছে না। তবে যেহেতু প্রচুর যানবাহনের চাপ রয়েছে, তাই মাঝেমধ্যেই যানজট সৃষ্টি হচ্ছে। তবে সেগুলো পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় দীর্ঘস্থায়ী হতে পারছে না।