নারী হয়রানির ২৩ শতাংশই হয় গণপরিবহনে
যৌন হয়রানির আশঙ্কায় নগরীর গণপরিবহনে চলাচলকারী নারীর প্রায় অর্ধেকেই ভোগেন নিরাপত্তাহীনতায়। সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে এসেছে এমন তথ্য।
গণপরিবহনের এই বিড়ম্বনা নগরের নারীদের বাধ্য করছে বিকল্প যানবাহনে। আন্তর্জাতিক একটি সংস্থার সাম্প্রতিক গবেষণা বলছে, ঢাকার ৪৭ শতাংশ নারীই চলাচল করেন রিকশায়। আর বাসে মাত্র ২১ শতাংশ। বাসে যাতায়াতে নারীদের এই অনাগ্রহের কারণ হিসেবে আরেকটি গবেষণার তথ্য বলছে, নারীদের হয়রানির ২৩ শতাংশই হয়ে থাকে এই গণপরিবহনে।
গবেষণায় দেখা যায়, গণপরিবহনে ওঠানামার সময় নারীরা হেনস্তা হন সবচেয়ে বেশি। যার হার ৫৬ শতাংশ। যৌন হয়রানির ভয়ে যাতায়াতে নিরাপত্তাহীনতা বোধ করেন ৪৮ শতাংশ নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, ৪৪ শতাংশ মানুষই মনে করেন এই হয়রানির জন্য কোনো না কোনোভাবে নারীই দায়ী।
বিশ্লেষকরা বলছেন, এখনো নারীবান্ধব হয়ে উঠতে পারেনি নগরীর গণপরিবহন ব্যবস্থা। বিশ্লেষকদের মতে, গণপরিবহনে নারীদের হয়রানির উদ্বেগজনক হার কমাতে হলে পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি, প্রয়োজন হবে আইনের দৃষ্টান্তমূলক প্রয়োগ। আর মুখ বুজে হয়রানি সহ্য করার জায়গা থেকেও সরে আসতে হবে নারীকে।
নারীবান্ধব গণপরিবহনের অন্তরায় ও উত্তরণের উপায় নিয়ে দেখুন মাকসুদুল হাসানের ভিডিও প্রতিবেদন।