ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি ৪ নারী আটক
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার সীমান্তবর্তী মায়াবী ঝর্ণা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক নারীরা হলেন নরসিংদী জেলার পলাশ থানার খানেরপুর গ্রামের মোছা. রুবিনা আক্তার (৩৭), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের মোছা. লাবনী আক্তার (৩৪), একই জেলার রামপুরা থানার উত্তর রামপুরার মোছা. রুমি আক্তার (২৬) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মরিয়ম বেগম (৩১)।
আটক নারীদের মধ্যে রুবিনা ও রুমি জানিয়েছেন, তাঁরা ঢাকায় পার্লারে কাজ করেন। কাজের জন্য ভারতে যাচ্ছিলেন। তবে মরিয়ম জানান, তিনি বাসাবাড়িতে কাজ করেন, ভালো কাজের আসায় ভারতে যাচ্ছিলেন। অন্যদিকে লাবনী জানিয়েছেন তিনি চিকিৎসার জন্য কলকাতা যেতে চান, কিন্তু ভিসা পাচ্ছেন না, এজন্য দালাল ধরে ভারতে যেতে চেয়েছিলেন।
আজ দুপুরে ব্যাটালিয়ন ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপির ১২৭২/২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে মানবপাচারকারীদের সহায়তায় এই চার বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের আটক করে বিজিবির টহল দলের কাছে সোপর্দ করে। তবে পাচারকারীদের কেউ আটক হয়নি।
আজ সন্ধায় ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটক চার নারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।