সম্মেলনে যুগান্তকারী সিদ্ধান্ত আসবে : আশরাফ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অতীতের মতো আওয়ামী লীগের এবারের জাতীয় কাউন্সিলও হবে রাজনৈতিক দিকনির্দেশনার ক্ষেত্রে যুগান্তকারী।
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে দলটির ২০তম জাতীয় কাউন্সিলের সার্বিক প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে সভা করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাঁদের মতামত তুলে ধরেন।
পরে সৈয়দ আশরাফ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেন।
আগামী ২২-২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জাতীয় সম্মেলন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘পাকিস্তান আমলেও এই সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বাংলাদেশকে স্বাধীন করা হবে। এই সম্মেলনও একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করবে।’
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘এই সম্মেলন নিয়ে আমাদের মধ্যে যেমন আগ্রহ আছে, ঠিক তেমনি সারা দেশের মানুষের মধ্যেও আগ্রহ আছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে নেই। যারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু বসে নেই।’