লক্ষ্মীপুরে যুবলীগ নেতার খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে এক যুবলীগ নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
আজ সোমবার দুপুরে রায়পুর উপজেলার হাজীমারা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ওপর ওয়ার্ড যুবলীগ নেতা জহিরুল ইসলামের (৩৫) খুনিদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
নিখোঁজ থাকার দুইদিন পর মেঘনা নদীর হাজীমারা এলাকার থেকে গত ১৪ অক্টোবর দুপুরে জহিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জহিরুল উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও চরকাছিয়া গ্রামের আলী হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, স্থানীয় দাদন মিয়া মাঝির ছেলে মহসিন গত ১২ অক্টোবর রাত ৮টার দিকে টেলিফোন করে জহিরুলকে হাজীমারা বাজার থেকে সলিংয়ের মাথায় নিয়ে নিয়ে যায়। এর পর থেকে জহিরুলকে আর পাওয়া যাচ্ছিল না। পরের দিন জহিরুলের ভাই আলমগীর হোসেন রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের দুদিন পর মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। লাশটি উদ্ধারের পর তা জহিরুলের বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় তাঁর ভাই আলমগীর বাদী হয়ে মহসিন, জাকির, কবির, সবুজ ও রফিকের বিরুদ্ধে হত্যা মামলা করেন। স্থানীয় জনতা জাকির ও কবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে অন্য আসামিরা এখনো পলাতক।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত জহিরুলের বাবা আলী হোসেন ভূঁইয়া, স্ত্রী শানু বেগম, ভাই আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক দিদার হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন ও আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান মোল্লা প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাজীমারা বাজারে গিয়ে শেষ হয় ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ ইয়াহিয়া বলেন, মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশি তৎপতা চলছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।