তিনদিন পর নাসিরনগরের ঘটনাস্থলে গেলেন এমপি
ঘটনার তিনদিন পর ঘটনাস্থল পরিদর্শনে এলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ছায়েদুল হক। তিনি দেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। তাঁরই নির্বাচনী এলাকায় গত রোববার ১২টি মন্দির ভাঙচুর করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।
গত ২৮ অক্টোবর রসরাজ দাস নামে এক যুবকের বিরুদ্ধে ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়। ওই যুবক নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বাসিন্দা। খবর ছড়িয়ে পড়লে নাসিরনগর সদর উপজেলায় ৩০ অক্টোবর দুর্বৃত্তরা ১২টি মন্দির ভাঙচুর করে। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরেও হামলা, লুটপাট চালায় দুর্বৃত্তরা।
আজ বুধবার তিনদিন পর নিজ নির্বাচনী এলাকায় যান ছায়েদুল হক। ভাঙা মন্দিরগুলো পরিদর্শন করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
চারদিনের মাথায় এলাকায় এলেও এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলেননি ছায়েদুল হক। সাংবাদিকরা বিষয়টি নিয়ে জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি। অনেকটা নীরবে গিয়ে পরিদর্শন শেষে নীরবেই এলাকা ত্যাগ করলেন ওই এলাকার সংসদ সদস্য।