ক্ষমতাসীনদের মধ্যে আপসকামিতা দেখি : সুলতানা কামাল
মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতাসীনদের মধ্যে আপসকামিতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার নেত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার শিকার ঘরবাড়ি ও মন্দির পরিদর্শনে গিয়ে সুলতানা কামাল এ অভিযোগ করেন। তাঁর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে আসে। এ ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদলও ঘটনাস্থল পরিদর্শন করে।
গত রোববার ওই এলাকায় ১২টি মন্দির, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সুলতানা কামাল বলেছেন, ‘এ ঘটনায় খুবই ক্ষুব্ধ এবং রাগান্বিত। এ ধরনের ঘটনা এখনো ঘটে যাচ্ছে বাংলাদেশ। এ ধরনের ঘটনা ঘটানোর প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, সেটাকে জিইয়ে রাখা হয়েছে। আমরা তো জানি এটা ঘটানোর জন্য কারা দায়ী হতে পারে। একই সঙ্গে দুঃখের বিষয় হচ্ছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলছে নিজেদেরকে এবং এখন ক্ষমতায় আছে, তাদের মধ্যে আমরা প্রচুর আপসকামিতা দেখি। যদি সেটা না হতো তাহলে প্রশাসন আজ এত উদাসীনতা দেখাতে পারত না। এভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে চেষ্টা করত না। তারা এ ব্যাপারে আরো আগেই অনেক শক্ত অবস্থান নিত। সমাবেশটাকে পাহারা দিতে পারত। তারা বিএনপির সমাবেশকে পাহারা দেয়। আমরা যখন কিছু করি তখন আমাদের পাহারা দেয়। এ সমাবেশকে পাহারা দিয়ে রাখল না কেন? যেন এ সমাবেশ থেকে কেউ বের হতে না পারে।’
সুলতানা কামাল আরো বলেন, ‘বিচার তো অবশ্যই চাইব। এটা বলার অপেক্ষা রাখে না। বিচার ছাড়া আর কী চাইব। আমরা তো আর সেই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। কিংবা আমাদের নীতিও সে রকম না যে আমরা গিয়ে তাদের সঙ্গে মারামারি করব। যেটা হলো একটা সভ্য দেশে বাস করি, যদি বিশ্বাস করতে হয় যে গণতান্ত্রিক দেশে বাস করি এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় আছে, তাহলে অবশ্যই আমরা দেখতে চাই এ ধরনের কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার করে যথাযোগ্য শাস্তি দেওয়া হচ্ছে।’
এ সময় সুলতানা কামালের সঙ্গে ছিলেন মানবাধিকার নেত্রী ও বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির, ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি জানায়।
একই দিন ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। হামলাকারীদের শাস্তি দাবি করেছেন তিনি।