বিপিএলের পর্দা উঠছে আজ
এক-এক করে তিনটি আসর পেরিয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হতে যাচ্ছে। আজ শুক্রবারই পর্দা উঠবে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটির।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস।
প্রথম ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়।
আসরে প্রতিদিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ। অবশ্য শুক্রবারের ম্যাচ ৩০ মিনিট পিছিয়ে শুরু হবে।
এবারের টুর্নামেন্ট দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
৪ থেকে ১৩ নভেম্বর প্রথম রাউন্ডের খেলা হবে। ম্যাচগুলো হবে মিরপুরে। এর পর চট্টগ্রামে আসরের দ্বিতীয় পর্ব হবে ১৭ নভেম্বর থেকে, চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
ঢাকায় দ্বিতীয় পর্ব শুরু ২৫ নভেম্বর। ৬ ডিসেম্বর এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ। ৭ ডিসেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ৯ ডিসেম্বর হবে ফাইনাল।
এবারের আসরে সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।